পাবনায় বাড়ছে সংক্রামক কনজাংটিভাইটিস রোগে আক্রান্ত রোগীর সংখ্যা

পাবনায় বাড়ছে সংক্রামক কনজাংটিভাইটিস রোগে আক্রান্ত রোগীর সংখ্যা

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধি: পাবনা জেলার সর্বত্র সংক্রামক কনজাংটিভাইটিস রোগের প্রকোপ বেড়েছে। ফলে হাসপাতালসহ এলাকায় চোখের ড্রপের সংকট তৈরি হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, প্রতিদিন পাবনা জেনারেল হাসপাতালসহ জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমূহে  কনজাংটিভাইটিস রোগীরা চিকিৎসা নিতে আসছেন। এছাড়া বিভিন্ন এলাকায় কমিউনিটি ক্লিনিক ও চিকিৎসকদের প্রাইভেট চেম্বারে রোগীরা চিকিৎসা নিচ্ছেন।

চিকিৎসকরা বলছেন, গ্রীষ্ম ও বর্ষায় প্রকোপ বাড়ে। রোগটি ছোঁয়াচে। ফলস্বরূপ, এটি দ্রুত অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে। কনজেক্টিভাইটিস কখনও কখনও এক বা উভয় চোখে জ্বালাপোড়া এবং লালাভাব সৃষ্টি করে।

পাবনা সিভিল সার্জন ডাঃ মনিসর চৌধুরী বলেন,‘কনজাংটিভাইটিসে আক্রান্ত রোগীরা স্বাস্থ্যবিধি মেনে চললে ৫ থেকে ৭ দিনের মধ্যে রোগ থেকে সেরে ওঠেন।’

এদিকে ড্রপ সংকটের সুযোগ নিয়ে ব্যবসায়ীরা প্রকৃত মূল্যের চেয়ে বেশি দামে আই ড্রপ বিক্রি করছেন বলে অভিযোগ ওঠেছে।

"ফার্মেসির ব্যবসায়ীরা দাবি করেছেন যে কনজেক্টিভাইটিস রোগের ওষুধ স্টক নেই। তবে অতিরিক্ত চার্জ দিলে নির্ধারিত ওষুধ পাওয়া যাবে," তারা যোগ করেছেন।

এ ব্যাপারে যোগাযোগ করলে পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন  বলেন,“কেউ অনিয়মের সাথে জড়িত থাকলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”