পদোন্নতি পেলেন ৯১৮ সরকারি কর্মকর্তা

পদোন্নতি পেলেন ৯১৮ সরকারি কর্মকর্তা

ফাইল ছবি

উপসচিব থেকে সচিব, বিভিন্ন পদে ৯১৮ জন কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। একই সঙ্গে প্রশাসনে বিভিন্ন পর্যায়ে ৯৯ জন কর্মকর্তাকে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘বার্ষিক প্রতিবেদন ২০২১-২২’ থেকে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার (৪ অক্টোবর) এ রিপোর্ট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রতিবেদনে বলা হয়, ৩৮তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ২ হাজার ১৩৪ জন কর্মকর্তা নিয়োগ, ৪৩তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪টি পদে নিয়োগের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে জনবলের চাহিদা দেওয়া হয়েছে। ৯৯ জন কর্মকর্তাকে চুক্তিভিত্তিক এবং ৩৯ জন কর্মকর্তার অনুকূলে লিয়েন মঞ্জুর করা হয়েছে। এ ছাড়া গত বছর সিনিয়র সচিব পদে ১৫ জনকে, সচিব পদে ২৪ জনকে নিয়োগ-বদলি এবং সচিব পদে ৩৩ জনকে পদোন্নতি দেওয়া হয়।

এ সময়ে অতিরিক্ত সচিব হিসেবে দুটি, যুগ্ম সচিবের ছয়টি, উপসচিবের ১৩টি, সিনিয়র সহকারী সচিবের ২৬টি, সহকারী কমিশনারের (ভূমি) একটি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের একটি, তথ্য অধিকার আইন-২০০৯ অনুযায়ী তথ্য প্রদানে দুটি স্থায়ী পদ সৃষ্টি করা হয়েছে।