ভারতে ৫৫০ বছরের হেরিটেজ মাদরাসায় অনুপ্রবেশ পূজা

ভারতে ৫৫০ বছরের হেরিটেজ মাদরাসায় অনুপ্রবেশ পূজা

সংগৃহীত

ভারতের কর্নাটক রাজ্যে দশমীর রাতে ৫৫০ বছর পুরোনো এক মাদরাসায় উগ্র হিন্দুদের বিরুদ্ধে পূজা করেছে। আর অনুপ্রবেশে’র ঘটনায় ৯ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। কর্নাটকের বিদার জেলায় অবস্থিত এই মাদরাসাটি আর্কেওলজিকাল সার্ভের ‘হেরিটেজ’ তকমাপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান। বিদার মেঘনাওয়ার অতিরিক্ত এসপি মহেশ বলেছেন, এএসআই হেরিটেজ ভবনে অনুপ্রবেশের ঘটনা জানিয়ে মার্কেট থানায় অভিযোগ দায়ের করেন সৈয়দ মুবাশির আলি। তার দায়ের করা অভিযোগের ভিত্তিতে নয়জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘গভীর রাত ২টা নাগাদ ঘটনাটি ঘটে। অনুপ্রবেশকারীরা মাদরাসার তালা ভেঙ্গে, সিঁদুর ছিটিয়ে দেয় এবং প্রার্থনাও করে। এরপরই পুলিশকে জানানো হয়েছে ঘটনার বিষয়ে।’

এদিকে ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। একজন প্রত্যক্ষদর্শী নিজের মোবাইল ফোনে ঘটনাটি বন্দি করে রেখেছিলেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, একদল যুবক ‘জয় শ্রী রাম’ এবং ‘হিন্দু ধর্মের জয়’ স্লোগান দিতে দিতে মাদরাসার সিঁড়িতে গিয়ে দাঁড়ায়। এরপর এক কোণায় দাঁড়িয়ে তারা পূজা দেয়। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি হিন্দুস্তান টাইমস।

এদিকে ঘটনার সাথে জড়িত সন্দেহে ইতিমধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়ে বিদার পুলিশ। অন্য অভিযুক্তদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, মাদরাসা কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। বিদারের বেশ কয়েকটি মুসলিম সংগঠন এই ঘটনার নিন্দা জানিয়েছে এবং অপরাধীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছে। শুক্রবার জুমার নামাজের পর ব্যাপক বিক্ষোভ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।

এদিকে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান তথা হায়দরাবাদের পার্লামেন্ট সদস্য আসাদউদ্দিন ওয়াইসি একটি টুইট বার্তায় বলেছেন যে কর্নাটকের বিজেপি সরকার ‘মুসলিমদের হেয় করতে’ এই ধরনের ঘটনার প্রচার করছে।
সূত্র : হিন্দুস্তান টাইমস