তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন খুব শিগগির : চীনা রাষ্ট্রদূত

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন খুব শিগগির : চীনা রাষ্ট্রদূত

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন খুব শিগগির : চীনা রাষ্ট্রদূত

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত খুব শিগগির কার্যকর হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং।রোববার (৯ অক্টোবর) দুপুরে নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারেজ এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

চীনা রাষ্ট্রদূত বলেন, আমরা সবার আগে ভাববো তিস্তাপাড়ের মানুষের কথা। আমরা তাদের মনোভাব বুঝতে চাই। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য সর্বপ্রথম তাদের সহযোগিতাই আমাদের দরকার পড়বে।

তিনি বলেন, প্রকল্পটির যাবতীয় তথ্যাদি এখন চীন সরকারের সংশ্লিষ্ট দফতরে নিরীক্ষার কাজ চলছে। আমরা প্রকল্পটিকে গুরুত্বের সাথে দেখছি।

তিনি আরো বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে এ অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান, উন্নয়ন, অর্থনীতি, প্রকৃতি ও যোগাযোগ ব্যবস্থাসহ প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন ঘটবে। প্রকল্প বাস্তবায়নে ব্যারেজ এলাকার সম্ভাব্যতা যাচাই চলছে। দু’দেশের সরকারের প্রচেষ্টায় দ্রুত কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

চীনা রাষ্ট্রদূতের ব্যারেজ এলাকা পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন, পানি উন্নয়ন বোর্ড রংপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী আনোয়ারুল হক ভূঁইয়া, নীলফামারীর ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, পানি উন্নয়ন বোর্ড নীলফামারী ডালিয়া বিভাগের নির্বাহী প্রকৌশলী আশফাউদৌলা প্রমুখ।