নারী এশিয়া কাপ:শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

নারী এশিয়া কাপ:শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

ফাইল ছবি

নারী এশিয়া কাপে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।  

বাঁচামরার ম্যাচ। পথ হারালেই মহাবিপদ। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হারাতে হবে শ্রীলঙ্কাকে। কাজটা যে সহজ নয়, তা-ও জানেন জ্যোতিরা। আসরে ভারত-পাকিস্তান দুই পরাশক্তির কাছেই হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। চার ম্যাচে দুই জয়ে পয়েন্ট টেবিলের পাঁচে সালমারা। মালয়েশিয়াকে হারিয়ে টেবিলের চারে উঠে আসে থাইল্যান্ড। সমীকরণ বলছে, শীর্ষ চারে থাকতে চাইলে লঙ্কানদের সঙ্গে যদি কোনো কারণে জয় না আসে, তবে আরব আমিরাত ম্যাচে বড় জয় পেতেই হবে।

বাংলাদেশ একাদশ 
মুর্শিদা খাতুন, ফারজানা হক, নিগার সুলতানা (অধিনায়ক), রিতু মনি, ফাহিমা খাতুন, রুমানা আহমেদ, সোহেলী আক্তার, সালমা খাতুন, জাহানারা আলম, সানজিদা আক্তার ও শোভনা মোস্তারি।

শ্রীলঙ্কা একাদশ 
হর্ষিতা মাদাভি, চামারি আথাপাথু (অধিনায়ক), হাসিনি পেরেরা, নীলাক্ষী ডি সিলভা, আনুশকা সঞ্জীওয়ানি, মালশা শেহানি, ওশাদি রানাসিংহে, ইনোকা রানাবীরা, সুগান্দিকা কুমারী, কবিশা দিলহারি ও অচিনি কুলসুরিয়া।