তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কেন বড় সহিংস ঘটনা ঘটে?

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কেন বড় সহিংস ঘটনা ঘটে?

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কেন বড় সহিংস ঘটনা ঘটে?

নওগাঁর পত্নীতলায় এক ব্যক্তিকে 'পাগল' ডাকায় কথা কাটাকাটির জেরে দু’জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।নিহত ব্যক্তিরা হলেন উপজেলার দক্ষিণপাড়া গ্রামের আছির উদ্দিন ও কৃষ্টরামপুর গ্রামের ফয়জুল ইসলাম।নওগাঁর পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফতাব উদ্দিন বলেন, দু’জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ঠিক কী কারণে তাদের মৃত্যু হয়েছে, সেটা নিয়ে তদন্ত চলছে।

তবে প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্যের বরাতে পুলিশ বলছে, তারা জানতে পেরেছে রোববার বিকেল ৫টার দিকে ফয়জুল ইসলাম নালাপুর মোড়ে যান। সেখানে যাওয়ার পর আছির উদ্দিন তাকে 'পাগল' বলে ডাক দেন। এতে ক্ষেপে যান ফয়জুল।

এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ফয়জুল কুড়াল দিয়ে আছির উদ্দিনের পিঠে কোপ দেন। আশঙ্কাজনক অবস্থায় আছিরকে দ্রুত পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।সেখানে প্রাথমিক চিকিৎসার পর রাজশাহী মেডিক্যাল কলেজে হাসপাতালে নেয়ার পথে সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনার পর স্থানীয় জনতা ফয়জুলকে নালাপুর মোড়ে একটি গাছের সাথে বেঁধে মারধর করেন। একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। খবর পেয়ে রাত ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুমূর্ষু অবস্থায় ফয়জুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগেও এমন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সহিংস ঘটনায় রূপ নেয়ার নজির রয়েছে।গত বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে বাংলাদেশের বেশ কয়েকটি জায়গায় সহিংসতার ঘটনা ঘটেছে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে।

রাজশাহী, নীলফামারি বা ব্রাক্ষণবাড়িয়ায় ঘটনার মাত্রা ছোটখাটো হলেও, খুলনায় এক দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর ঘটনা ঘটেছে বলে জানান সে সময়ের খুলনার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোস্তাক আহমেদ।এছাড়া কোপা আমেরিকায় ফাইনাল খেলা ঘিরে সহিংসতা এড়াতে হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হয় শহরটিতে।এমন সব ঘটনা যা খুব সহজেই এড়ানো যায় সেসব ঘটনাকে কেন্দ্র করে বড় বড় সহিংস ঘটনা হয়ে ওঠার পিছনে কিছু মনস্তাত্ত্বিক কারণ রয়েছে বলে মনে করছেন সমাজবিজ্ঞানী এবং অপরাধ প্রবণতা নিয়ে যারা কাজ করেন তারা।

হঠাৎ ক্ষোভ
নওগাঁর ঘটনার জের ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক খন্দকার ফারজানা রহমান বলেন এক্ষেত্রে মানুষের মধ্যে 'সাডেন প্রোভোকেশন' ঘটে।তিনি বলেন, মানুষ এই সময় হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে।

ফারজানা রহমান বলেন, ‘যখন একটা মানুষকে মানসিক ভারসাম্যহীন বলে ডাকা হয় তখন তার মধ্যে হঠাৎ ক্ষোভের সৃষ্টি হতে পারে। তিনি তখন যে পদক্ষেপটা নেন তার ধারাবাহিকতায় কী হতে পারে সেটা চিন্তা করতে পারেন না।’

আর এই কারণে সহিংস হয়ে ওঠে। এই ঘটনার পর তাকেও যে পাল্টা আক্রমণের শিকার হতে পারেন সেটা চিন্তা করার ক্ষমতায় থাকে না, বলেন অধ্যাপক রহমান।

সমাজবিজ্ঞানী মাহবুবা নাসরিন বলেন, ‘অনেক ক্ষেত্রে মানুষের ব্যক্তিগত কোনো ক্ষোভ থাকতে পারে সেটা একেবারেই ভিন্ন কোনো বিষয়ে। দেখা যাচ্ছে যে সময়ে তাকে মানসিক ভারসাম্য বললে হয়ত তিনি প্রতিক্রিয়া দেখাতেন না। কিন্তু ওই সময় ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে তিনি দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারেন।’তবে কোনো ব্যক্তিরই ফৌজদারি কোনো অপরাধ করার অধিকার নেই। এক্ষেত্রে ক্ষোভ প্রশমন ও বিচার চাইবার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য নেয়াটা শ্রেয়।

'আমার লাভ আছে কি না'
বিশেষজ্ঞদের বক্তব্য, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সহিংস আচরণ করার ক্ষেত্রে মানুষের মনে আরেকটা জিনিস কাজ করে সেটা হল 'আমার লাভ আছে কিনা' এই মনোভাব।

ফারজানা খন্দকার বলেন, ‘দেখেন যখন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিটি একজনকে কুপিয়ে হত্যা করলো তখন একদম সাধারণ মানুষ গিয়ে তার ওপর আক্রমণ করলো। এক্ষেত্রে যেটা হয় তাদের মধ্যে কাজ করে এই লোকটা একটা মানুষকে হত্যা করেছে, সুতরাং আমাদের ওপর হামলা করতে পারে। সেই আশঙ্কা থেকে তারা আগে থেকেই সহিংসতায় লিপ্ত হয়। এবং যখন একাধিক মানুষ অংশ নেয় বাকিরা এটাকে আর অপরাধ মনে করে না। তারাও মনে করে এতে বরং তাদের লাভ আছে।’এই মন-মানসিকতায় একেবারেই ভয়ঙ্কর বলে মনে করেন মাহবুবা নাসরিন।

তিনি বলেন, ‘দেখবেন এই যে রাস্তায় গণপিটুনি দিয়ে মানুষ মেরে ফেলে, যারা মারে তারা অনেক সময় নিজেরাও জানে না যাকে মারছে সে অপরাধটা কী করেছে। সেই সময় তারা ব্যয় করতে চায় না। ঘটনা ঘটে খুব তড়িৎ গতিতে। তারা মনে করে এত মানুষ যখন মারছে তখন নিশ্চয় অপরাধ করেছে।’কিন্তু যে অপরাধ হোক না কেন সেটা মানুষ বিচার করার এখতিয়ার সাধারণ মানুষকে দেয়া হয়নি।

আধিপত্য বিস্তার
খেলার সময় দুই দলকে সমর্থন করা নিয়ে যখন সহিংসতা হয় সেটাকে একেবারে সাদা চোখে দেখছেন না সমাজবিজ্ঞানীরা।তারা বলছেন এর মধ্যে সূক্ষ্মভাবে আধিপত্য বিস্তারের একটা প্রবণতা আছে।মাহবুবা নাসরিন বলেন, ‘অনেক সময় দেখা গেছে মানুষ একটা সুযোগ খুঁজতে থাকে অপরপক্ষকে হেনস্তা করার। তখন ছোটখাটো কারণ ধরে তারা এগিয়ে যায়। সেটা হতে পারে দুই দলের খেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটি এবং পরে সহিংস ঘটনা।’

নিজেদের স্বত্বা হারিয়ে ফেলা

১১ বছর আগে ঢাকার কাছে আমিনবাজারে ছয়ছাত্রকে ডাকাত সন্দেহে পিটিয়ে মারে একদল এলাকাবাসী।হত্যাকাণ্ডের পরে জানা গেল তারা ডাকাত নয়, শবে বরাতের রাতে বন্ধুরা মিলে সেখানে ঘুরতে গিয়েছিল।এসব ঘটনাকে সমাজবিজ্ঞানীদের কাছে ‘মব’ হিসেবে পরিচিত।তারা বলছেন, এই মবে যারা যায় তারা নিজের স্বাভাবিক স্বত্বা হারিয়ে ফেলেন। অন্যরা যা করছেন সেটাতেই সে নিজেকে জড়িয়ে ফেলে।

সূত্র : বিবিসি