কিয়েভে জার্মান কনস্যুলেটে রাশিয়ার হামলা

কিয়েভে জার্মান কনস্যুলেটে রাশিয়ার হামলা

সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভে জার্মান কনস্যুলেট হিসেবে ব্যবহৃত একটি বহুতল ভবনে হামলা চালিয়েছে রাশিয়া। তবে এ সময় কনস্যুলেটটি খালি ছিল। সোমবার এ কথা জানিয়েছে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়।

বার্লিন জানিয়েছে, ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এ কনস্যুলেট অফিসে কোনো কর্মকর্তা থাকতেন না।

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র সংবাদ সম্মেলনে জানান, ভবনটিতে কয়েক মাস ধরে কোনো কার্যক্রম পরিচালিত হচ্ছিল না। তবে এ হামলায় ক্ষয়ক্ষতি নির্ধারণে জার্মান সরকার কিয়েভ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছে।

এদিকে, সোমবার ইউক্রেন জুড়ে রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো ৬৪ জন। ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা সংস্থা এ তথ্য জানিয়েছে।

এক টেলিগ্রাম পোস্টে জানানো হয়েছে, হামলায় দেশটির চারটি অঞ্চল- লভিভ, পোলতভা, সুমি ও টার্নোপিল বিদ্যুৎহীন হয়ে পড়েছে। দেশের আরো বেশ কয়েকটি অঞ্চলেও অংশত বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

সূত্র : আলজাজিরা