জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ২০৯ রান

জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ২০৯ রান

ছবি: সংগৃহীত

 ‘বাংলা ওয়াশ’ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ক্রাইস্টচার্চে টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ দলপতি সাকিব আল হাসান। ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয় নিউজিল্যান্ডের ব্যাটাররা। ২০ ওভার শেষে ৫ উইকেটে ২০৮ রান সংগ্রহ করেছে তারা।

উদ্বোধনী জুটিতে ৪৫ রান করেন ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে। ১৯ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংস খেলে সাজঘরে ফিরেছেন অ্যালেন। এরপর দ্বিতীয় উইকেটে ৮২ রান যোগ করেন কনওয়ে ও মার্টিন গাপটিল। ২৭ বলে ৩৪ রান করে বিদায় নেন গাপটিল। কনওয়ে বিদায় নেন ৪০ বলে ৬৪ রান করে। শেষ দিকে গ্লেন ফিলিপস মাত্র ২৪ বলে ৬০ রানের ঝোড়ো ইনিংস খেললে নিউজিল্যান্ডের স্কোর পৌঁছে ২০৮-এ।

বাংলাদেশ তাদের প্রথম দুই ম্যাচেই হারের স্বাদ পেয়েছে। আর তিন ম্যাচে দুটি করে জয় নিউজিল্যান্ড ও পাকিস্তানের। ফাইনালের খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের।

৩৭ রানে ২ উইকেট নেন সাইফুদ্দীন, ৪০ রানে ২ উইকেট শিকার ইবাদতের।