রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নেয়ার প্রতিশ্রুতি রক্ষা করুন, মিয়ানমারের উদ্দেশে মোমেন

রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নেয়ার প্রতিশ্রুতি রক্ষা করুন, মিয়ানমারের উদ্দেশে মোমেন

সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের তাদের আগের জায়গায় প্রত্যাবাসনের বিষয়ে মিয়ানমারকে তাদের ‘প্রতিশ্রুতি রক্ষা করতে হবে’।

সোমবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মোমেন বলেন, ‘আমরা তাদের ফেরত পাঠাতে প্রস্তুত। মিয়ানমারের উচিত তাদের প্রতিশ্রুতি রক্ষা করা এবং তাদের অংশের কাজ করা।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের পক্ষ থেকে আশ্বাস দেয়া সত্ত্বেও গত পাঁচ বছরে একজনকেও ফেরত নেয়া হয়নি।

বাংলাদেশ কক্সবাজার ও ভাসানচরে ১১ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিচ্ছে।

এ সময় মানবাধিকার ইস্যু নিয়ে কথা বললেও মিয়ানমারের সাথে স্বাভাবিকভাবে ব্যবসা করছে এমন দেশগুলোরও সমালোচনা করেন মোমেন।

সূত্র : ইউএনবি