৩৭ শ’ কোটি টাকা লুটপাট : দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা জানাতে হাইকোর্টের নির্দেশ

৩৭ শ’ কোটি টাকা লুটপাট : দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা জানাতে হাইকোর্টের নির্দেশ

৩৭ শ’ কোটি টাকা লুটপাট : দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা জানাতে হাইকোর্টের নির্দেশ

আর্থিক প্রতিষ্ঠানে ৩৭ শ’ কোটি টাকা লুটপাটে দায়ী পাঁচ ডেপুটি গভর্নরের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী ২৭ অক্টোবরের মধ্যে রাষ্ট্রপক্ষ ও দুদককে তা জানাতে বলা হয়েছে।

আজ মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। আর দুদকের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোঃ খুরশীদ আলম খান।

এর আগে আর্থিক প্রতিষ্ঠানে ‘৩৭শ কোটি টাকা লুটপাটে দায়ী পাঁচ ডেপুটি গভর্নর’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন হাইকোর্টের নজরে আনা হয়।

এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, ‘৩৭শ কোটি টাকা লুটপাটে দায়ী পাঁচ ডেপুটি গভর্নর’ শিরোনামে দৈনিক পত্রিকার সোমবারের (১৭ অক্টোবর) প্রতিবেদন পড়ে সে বিষয়ে হাইকোর্ট রাষ্ট্রপক্ষ ও দুদকের আইনজীবীদের জানাতে বলেন। আমরা পত্রিকা পড়ে বিষয়টি জানাই। এরপর আদালত শুনে দায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ জানতে চান।