উৎসবমূখর পরিবেশে পাবনায় শেখ রাসেলের জন্মদিন উৎযাপিত

উৎসবমূখর পরিবেশে পাবনায় শেখ রাসেলের জন্মদিন উৎযাপিত

উৎসবমূখর পরিবেশে পাবনায় শেখ রাসেলের জন্মদিন উৎযাপিত

নানা কর্মসূচির মধ্য দিয়ে উৎসবমূখর পরিবেশে পাবনায় শেখ রাসেলের জন্মদিন উৎযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার পাবনা জেলা প্রশান, পাবনা বিজ্ঞান ও  প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা জেলা আওয়ামী লীগ, পাবনা পৌরসভাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন কেক কাটা, র‌্যালী, দোয়া মাহফিল, বৃক্ষরোপন, এতিমদের মধ্যে খাবার বিতরণসহ নানা কমসূচি পালন করে।

পাবনা জেলা প্রশাসন সকাল সাড়ে ৮ টায় র‌্যালী বের করে শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে, সাড়ে রাসেল পার্কে রাসেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, ৯ টায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ, ১০ টায় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ভার্চুয়ায়ি যোগদান, বাদ জোহর কাঁচারী মসজিদে দোয়া মাহফিল, বিকেলে ষ্টেডিয়ামে ব্যাডমিন্টন প্রতিযোগিতা, বিকেলে শিল্পকলা একাডেমীতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক বিশ^াস রাসেল হোসেনর সভাপতিতে এসব কর্মসূচিতে  অংশ গ্রহন করেন- জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ রেজাউল রহিম লাল, প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আকতার, সিভিল সার্জন ডা. মনিসর চৌধরী, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান মন্ডল, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আতিকুল ইসলাম, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক রাশেদুল কবীর, বিভাগীয় বন কর্মকর্তা কাশ্যপী বিকাশ কুমার, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের পাবনা জেলা শাখার সভাপতি কামরুজ্জামান রকি  প্রমূখ।

শেখ রাসেলের জন্মদিন উদযাপন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার। জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় অংশ গ্রহণ করেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন, উপ উপাচার্য অধ্যাপক ড. এসএম মোস্তফা কামাল খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ উদ্দীনসহ বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীগণ।

পাবনা জেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনসমূহ দিনব্যাপী  র‌্যালী, কেক কাটা, মিষ্ঠি বিতরণ, দোয়া মাহফিল, এতিমদের মধ্যে খাবার বিতরণসহ নানা কর্মসূচি পালন করেন। সকালে দলীয় কার্যালযে জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ রেজাউল রহিম লাল এর সভাপতিত্বে এ সব কর্মসূচিতে অংগ্রহণ করেন জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, পৌর মেয়র মোঃ শরীফ উদ্দিন প্রধান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারোফ হোসেনসহ জেলা মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগের নেতাকর্মীগণ।