বিশ্বে করোনায় আক্রান্ত ৬৩ কোটি ২০ লাখ ছাড়িয়েছে

বিশ্বে করোনায় আক্রান্ত ৬৩ কোটি ২০ লাখ ছাড়িয়েছে

ফাইল ছবি

করোনার তান্ডবে থমকে ছিল গোটা বিশ্ব।  তবে করোনার দাপট কমতে থাকায় আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছিল বিশ্বের সবকিছু।  এর মাঝে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের জন্য আবারও থমকে যাওয়া শুরু করেছে গোটা বিশ্ব।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৩ কোটি ২০ লাখ অতিক্রম করেছে।

সর্বশেষ বৈশ্বিক পরিসংখ্যান অনুসারে শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬৩ কোটি ২০ লাখ ৪৬ হাজার ৫৫৫ জনে পৌঁছেছে। এছাড়া এ ভাইরাসে মৃতের সংখ্যা ৬৫ লাখ ৭৯ হাজার ৭৬৮ জনে দাঁড়িয়েছে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা নয় কোটি ৯০ লাখ ৩৭ হাজার ৪৩৯ জন এবং মোট মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৯২ হাজার ৪০৯ জন।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে শুক্রবার পর্যন্ত মোট শনাক্ত হয়েছে চার কোটি ৪৬ লাখ ৩৮ হাজার ১১ জন এবং একই সময়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৮ হাজার ৯৪৩ জনে।