পাক-ভারত ম্যাচ : উত্তেজনার মুহূর্তে সমর্থকের মৃত্যু

পাক-ভারত ম্যাচ : উত্তেজনার মুহূর্তে সমর্থকের মৃত্যু

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচের শেষ সময়কার উত্তেজনায় হার্ট অ্যাটাকে এক ভারতীয় সমর্থকের মৃত্যু হয়েছে। গত রোববার অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার পাকিস্তানি সংবাদমাধ্যম ডেইলি জং ওই সমর্থকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

সংবাদমাধ্যমটি জানায়, মারা যাওয়া সমর্থকের নাম বিটু গগৈ। তার বাড়ি ভারতের আসাম রাজ্যের শিবসাগর জেলায়।

সূত্র জানায়, রোববার সেখানকার একটি সিনেমা হলে ভারত-পাকিস্তান ম্যাচ দেখার আয়োজন করা হয়েছিল। সেখানে বন্ধুদের সাথে ম্যাচ দেখতে গিয়েছিলেন বিটু।

ম্যাচ শেষ হওয়ার আগ মুহূর্তে অসুস্থ হয়ে পড়েন ৩৪ বছর বয়সী বিটু। এরপর বন্ধুরা তাকে ধরাধারী করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর কারণ হিসেবে চিকিৎসকেরা জানিয়েছেন, কার্ডিয়াক অ্যারেস্ট তথা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

তার বন্ধুরা জানিয়েছে, ওই হলে তিল ধারনের ঠাঁই ছিল না। প্রচুর লোক সমাগম হয়েছিল। ম্যাচের শেষ মুহূর্তে প্রচুর চিৎকার-চেচামেচি চলছিল। ডাক্তারদের মতে, ম্যাচের টানটান উত্তেজনা, হলের চিৎকার-চেচামেচি, গরম ও অক্সিজেন স্বল্পতার কারণে তার হার্ট অ্যাটাক হতে পারে। অবশ্য এই ঘটনার তদন্ত শুরু করেছে শিবসাগর জেলা পুলিশ।

সূত্র : জিও নিউজ ও অন্যান্য