ইমরানের লাহোর থেকে ইসলামাবাদ লংমার্চ শুক্রবার

ইমরানের লাহোর থেকে ইসলামাবাদ লংমার্চ শুক্রবার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী তেহরিক-ই-ইনসাফের নেতা ইমরান খান বলেছেন, আগামী শুক্রবার লাহোর থেকে ইসলামাবাদ লংমার্চে অংশ নেবে তার সমর্থকেরা। আগাম নির্বাচনের দাবিতে তিনি এই প্রতিবাদী মার্চের ডাক দিয়েছেন বলে জানিয়েছেন।

মঙ্গলবার লাহোরে এক সংবাদ সম্মেলনে ইমরান খান বলেন, 'শুক্রবার বেলা ১১টা থেকে লাহোরের লিবার্টি স্কয়ার থেকে ইসলামাবাদ পর্যন্ত লংমার্চ করার সিদ্ধান্ত নিয়েছি আমি।' দুটি স্থানের মধ্যকার দূরত্ব প্রায় ৩৮০ কিলোমিটার (২৩৬ মাইল)।

তিনি বলেন, 'সরকারকে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করতে চাপ দিতে আমরা এই মার্চের আয়োজন করেছি।'
তিনি আরো বলেন, তার সমর্থক ও দলের সদস্যরা সহিংসতা এড়িয়ে যাবে। দেশের ইতিহাসে এটি হবে বৃহত্তম লংমার্চ।

সরকার ইতোমধ্যেই ঘোষণা করেছে, বিক্ষোভকারীদের ইসলামাবাদ প্রবেশ করতে দেয়া হবে না। তারা রাজধানী সুরক্ষঅয় আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর ৩০ হাজার কর্মকর্তা নিয়োগ করবে।

কর্তৃপক্ষ ইতোমধ্যেই লংমার্চ বাধা দিতে ইসলামাবাদগামী সকল প্রবেশ পথে শত শত কন্টেইনার পাঠিয়েছে।

গত এপ্রিলে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ক্ষমতাচ্যুৎ হওয়ার পর থেকে ইমরান খান আগাম নির্বাচনের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ প্রদর্শন করে আসছেন। তবে সরকার বলে আসছে, তারা আগামী অক্টোবর বা নভেম্বরে নির্বাচন আয়োজন করবে।

সূত্র : আলজাজিরা