যশোরে সাত লক্ষাধিক করিম বিড়ি জব্দ করেছে র‌্যাব

যশোরে সাত লক্ষাধিক করিম বিড়ি জব্দ করেছে র‌্যাব

ছবি: প্রতিনিধি

যশোরের শার্শায় অভিযান চালিয়ে সাত লক্ষাধিক নকল ব্যান্ডরোল যুক্ত করিম বিড়ি জব্দ করেছে র‌্যাব-৬। বুধবার রাতে নকল বিড়ির বিরুদ্ধে এ অভিযান চালান র‌্যাব-৬ এর সদস্যরা।

র‌্যাব-৬ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে র‌্যাব-৬ এর যশোর ক্যাম্পের একটি টিম জেলার শার্শা থানার শিব বাস গ্রামের আঃ সালাম পালের পুত্র মিকাইল হোসেনের বাড়িতে অভিযান চালায়। এসময় ওই বাড়ি থেকে নকল ব্যান্ডরোল যুক্ত সাত লক্ষ বিশ হাজার (৭,২০,০০০) শলাক করিম বিড়ি এবং অনুমোদনহীন ২০ কাটুক করিম মশার কয়েল জব্দ করা হয়। তবে করিম বিড়ি ও কয়েলের স্থানীয় ডিলার হাফিজুর রহমানকে আটক করা সম্ভব হয়নি।

নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি ও অনুমোদনহীন মশার কয়েল বিক্রি ও মজুতদার করায় হাফিজুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর আগেও তার বিরুদ্ধে নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি বিক্রির মামলা রয়েছে বলে জানান র‌্যাব।