বাগদাদে ফুটবল স্টেডিয়ামের কাছে বিস্ফোরণ, নিহত ১০

বাগদাদে ফুটবল স্টেডিয়ামের কাছে বিস্ফোরণ, নিহত ১০

ছবি: সংগৃহীত

ইরাকের বাগদাদে ফুটবল স্টেডিয়ামের কাছে বিস্ফোরণের ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনন্ত ২০ জন আহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

দেশটির নিরাপত্তা ও চিকিৎসা বিভাগের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২৯ অক্টোবর) রাজধানীর পূর্বাঞ্চলে অবস্থিত ক্যাফে ও ফুটবল স্টেডিয়ামের কাছে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে গাড়ির সঙ্গে সংযুক্ত বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটে। এর ফলে ঘটনাস্থলের কাছেই থাকা একটি গ্যাসের ট্যাংকারেও বিস্ফোরণ ঘটে। নিহতরা অধিকাংশই পার্শ্ববর্তী স্টেডিয়ামের অপেশাদার খেলোয়াড়।

এদিকে দেশটির সামরিক বিবৃতির বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনী বাগদাদে গ্যারেজে গ্যাসের ট্যাংকার বিস্ফোরণের ঘটনার কারণ অনুসন্ধান করছে।

সূত্র : রয়টার্স