গাজীপুরে পেট্রোল পাম্পে বিস্ফোরণ : সর্বশেষ ব্যক্তির মৃত্যু

গাজীপুরে পেট্রোল পাম্পে বিস্ফোরণ : সর্বশেষ ব্যক্তির মৃত্যু

ছবি: সংগৃহীত

গাজীপুরের বড়বাড়িতে একটি পেট্রোল পাম্পে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ সর্বশেষ ব্যক্তি আনোয়ার হোসেন (৩০) মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় আহত ৫জনের মৃত্যু হয়েছে।

রোববার রাত সাড়ে ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।

আনোয়ার হোসেন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার মো: আয়জুল ইসলামের ছেলে। গাজীপুরের গাছা কলম্বিয়া এলাকায় স্ত্রী লাকি ও এক মেয়েকে নিয়ে থাকতেন আনোয়ারুল। সেখানে একটি প্রতিষ্ঠানে ওয়েল্ডিংয়ের কাজ করতেন।

ডা. এস এম আইউব হোসেন জানান, আনোয়ারুলের শরীরে ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। শ্বাসনালীও পুড়ে গিয়েছিল তার। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাতে তার মৃত্যু হয়।

গত ১৩ অক্টোবর সন্ধ্যায় গাজীপুর গাছা বড়বাড়ি এলাকায় হাজী ওয়াহেদ ফিলিং স্টেশনে একটি কাভার্ডভ্যানে অবৈধভাবে গ্যাস নেয়ার সময় বিস্ফোরণ হয়। এতে পাঁচজন দগ্ধ হন। পরে তাদের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এর আগে এই ঘটনায় মারা যান আতিকুল ইসলাম মিঠু, পারভেজ, আল-আমিন ও টুটুল।