এবার টেস্ট বা ত্রিদেশীয় সিরিজে খেলবে ভারত ও পাকিস্তান?

এবার টেস্ট বা ত্রিদেশীয় সিরিজে খেলবে ভারত ও পাকিস্তান?

সংগৃহীত

এবার কি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে খেলবে ভারত এবং পাকিস্তান? এমনই জল্পনা উস্কে দিলেন সিমন ও'ডোনেল। একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়ায় একটি ত্রিদেশীয় ওডিআই সিরিজ বা ভারত-পাকিস্তানের টেস্ট নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন এই সাবেক ক্রিকেটার। যদিও বিষয়টি নিয়ে কোনো দেশের বোর্ডের তরফে সরকারিভাবে মুখ খোলা হয়নি।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সেন রেডিয়োর প্রতিবেদন অনুযায়ী, সেন ব্রেকফাস্টে ডোনেল বলেছেন যে 'ওই ম্যাচ (মেলবোর্নে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ) অবিশ্বাস্য ছিল। ওই ম্যাচটা এমন ছিল যে এখন পর্যন্ত পুরো টুর্নামেন্টকে অন্য পর্যায়ে নিয়ে গেছে। লোকজন এখনো এই ম্যাচটার কথা বলছেন।'

তিনি আরো বলেন, 'নিরপেক্ষ জায়গায় ৯০ হাজার দর্শক ছিলেন। অবিশ্বাস্য অনুভূতির বহিঃপ্রকাশ। ম্যাচের মুহূর্ত, ম্যাচের লড়াই এবং ম্যাচের চাপ - (পুরোটাই অবিশ্বাস্য ছিল)।'

ওই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার মাঠেই ভারত এবং পাকিস্তানের ম্যাচ আয়োজনের জন্য আলোচনা চলছে বলে জানিয়েছেন ডোনেল। ওই প্রতিবেদন অনুযায়ী, 'ওই ম্যাচটা দুর্ধর্ষ ছিল। সেটা এমনই পর্যায়ে ছিল যে এখানে একটি টেস্ট ম্যাচ খেলা নিয়ে আলোচনা হতে পারে বা আলোচনা হচ্ছে।' সাথে তিনি বলেন, ‘ভারত, পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার মধ্যে একটি ত্রিদেশীয় সিরিজ হওয়ার সম্ভাবনা আছে অথবা ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি টেস্ট হওয়ার সম্ভাবনা আছে।’

এমনিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যে কার্যত রেষারেষি শুরু হয়েছিল। বিসিসিআই সচিব তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট জয় শাহ জানিয়েছিলেন, আগামী বছর এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবেন না রোহিত শর্মারা। তাই নিরপেক্ষ জায়গায় এশিয়া কাপ সরিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা চলছে। পাল্টা পিসিবি হুঁশিয়ারি দিয়েছিল, আগামী বছর ভারতে যে ৫০ ওভারের বিশ্বকাপ হবে, তা বয়কট করা হতে পারে।

ওই আবহেই মেলবোর্নে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। মাঠের আবহ থেকে একটা জিনিসই স্পষ্ট হয়ে যায়, এই মুহূর্তে ভারত-পাকিস্তান ম্যাচ ছাড়া ক্রিকেট বিশ্ব কার্যত অচল। তারই মধ্যে সেন রেডিওর প্রতিবেদন অনুযায়ী, ডোলেন বলেছেন যে '(টি-টোয়েন্টি বিশ্বকাপের এই ম্যাচের) পরিপ্রেক্ষিতে (আলোচনা) চলছে। ইতিমধ্যে আলোচনা চলছে।'
সূত্র : হিন্দুস্তান টাইমস