সোনিয়া গান্ধীকে হাসপাতালে ভর্তি

সোনিয়া গান্ধীকে হাসপাতালে ভর্তি

ছবি: সংগৃহীত

ভারতে বিরোধী দল কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি সোনিয়া গান্ধী অসুস্থ। রোববার তাকে দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদসংস্থা এএনআইয়ের বরাতে এখবর জানিয়েছে এই সময়।

কংগ্রেস সূত্র জানিয়েছে, সোনিয়া গান্ধী জটিল রোগে ভুগছেন। চিকিৎসার জন্য একাধিকবার মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে হয়েছে তাকে। আর কয়েক দিন পর দিল্লির বিধানসভা নির্বাচন। তার আগে সোনিয়ার অসুস্থতার খবরে দলের কর্মীরা উদ্বিগ্ন।

১৯৯৮ সাল থেকে ২০১৭ পর্যন্ত টানা কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করেছেন সোনিয়া। তার পর রাহুল গান্ধী কংগ্রেসের নেতৃত্ব পদে আসেন।

গত লোকসভা নির্বাচনে দলের ভরাডুবির কারণে গত বছরের ২৫ মে হঠাৎ কংগ্রেস সভাপতি পদ ছেড়ে দেয়ার কথা ঘোষণা দেন রাহুল গান্ধী।

এরপর আগস্টের মাঝামাঝি ফের কংগ্রেসের দায়িত্বভার কাঁধে তুলে নেন সোনিয়া গান্ধী।