২০৩০ ফিফা বিশ্বকাপের যৌথ আয়োজক হতে চায় আর্জেন্টিনা

২০৩০ ফিফা বিশ্বকাপের যৌথ আয়োজক হতে চায় আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত

যৌথভাবে ২০৩০ সালে ফিফা ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে চায় লাতিন আমেরিকার চার দেশ আর্জেন্টিনা, চিলি, প্যারাগুয়ে ও উরুগুয়ে।

শুক্রবার এ বিষয়ে চার দেশের সরকার একটি নথিতে স্বাক্ষরও করেছে।

চিলির ফুটবল অ্যাসোসিয়েশনেরন সভাপতি পাবলো মিলাদ বলেন, ‘ফিফায় বিড করতে এটা আমাদের প্রথম আইনগত পদক্ষেপ।’

১৯৩০ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করেছিল উরুগুয়ে। সেবার ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে কাপ জিতেছিল তারা। 

এই চারটি দেশ চায় ১৮টি স্টেডিয়ামে বিশ্বকাপ আয়োজন করতে চায়। 

বিশ্বকাপের পরবর্তী মানে ২০২৬ সালের আসর বসবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। ২০ নভেম্বর কাতার বিশ্বকাপের উদ্বোধনী দিনে ঘোষণা করা হবে ২০৩০ সালের আয়োজক দেশের নাম। 


সূত্র: এপি