বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজের ভেন্যু পরিবর্তন

বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজের ভেন্যু পরিবর্তন

সংগৃহীত

আগামী মাসে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে ভারতীয় ক্রিকেট দল। এই সফরে ওয়ানডে সিরিজটি ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। তবে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি ঢাকা থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সরিয়ে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ভেন্যু পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, আগামী ১০ ডিসেম্বর ভারত সিরিজের তৃতীয় ও শেষ একদিনের খেলাটি মিরপুরের হোম অব ক্রিকেটের পরিবর্তে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

সূচি অনুযায়ী, আগামী ৪ ডিসেম্বর মিরপুর স্টেডিয়ামে মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ম্যাচটি একই ভেন্যুতে হবে ৭ ডিসেম্বর। প্রথমে ফিকশ্চারে ১০ ডিসেম্বর তৃতীয় ম্যাচটিও হোম অব ক্রিকেটেই হওয়ার কথা ছিল। এখন তা পাল্টে চট্টগ্রামের নিয়ে যাওয়া হলো।

ওয়ানডে সিরিজের পর আগামী ১৪ ডিসেম্বর থেকে বন্দর নগরী চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট। আর ২২ ডিসেম্বর আবারও মিরপুরে শুরু হবে সফরের শেষ টেস্ট ম্যাচ।