করোনাভাইরাসের কারণে বিলম্ব হতে পারে পদ্মা সেতু

করোনাভাইরাসের কারণে বিলম্ব হতে পারে পদ্মা সেতু

ফাইল ছবি

করোনাভাইরাসের প্রভাব পদ্মা সেতুতেও পড়তে পারে। কারণ এই সেতু নির্মাণে তিন শতাধিক চীনা নাগরিক জড়িত। যাদের অনেকে ছুটিতে রয়েছেন। মহামারীর কারণে ছুটির সময় বাড়লে সেতুর অগ্রগতি বাধাগ্রস্ত হবে। এদিকে জ্বরে আক্রান্ত এক শিশুকে বাবা-মাসহ সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। জ্বরের সঙ্গে শিশুটির কাশিও রয়েছে।

মঙ্গলবার রাতেই তাদের আশকোনা হজ ক্যাম্প থেকে হাসপাতালে স্থানান্তর করা হয়। ইতিমধ্যে তাদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো

নতুন করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর পদ্মা সেতু প্রকল্পের যেসব চীনা কর্মী দেশে গেছেন, তাদের ছুটি প্রলম্বিত হলে প্রকল্পের অগ্রগতিতে সমস্যা হতে পারে। এই মন্তব্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের অধীন দফতর প্রধান এবং প্রকল্প পরিচালকদের নিয়ে চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা ও নাগরিক সেবা প্রদানবিষয়ক সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।