ক্যামেরুনে ভূমিধসে ১১ জন নিহত

ক্যামেরুনে ভূমিধসে ১১ জন নিহত

ছবি: সংগৃহীত

ক্যামেরুনের রাজধানী ইয়াউন্ডেতে রোববার ভূমিধসে কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। তারা সেখানে কয়েকজন আত্মীয়ের মৃত্যুতে শোক জানাতে জড়ো হয়েছিল। আঞ্চলিক গভর্নর রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিআরটিভি’কে এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।

গভর্নর নাসেরি পল বিয়া সিআরটিভি রেডিও’কে বলেন, এ ঘটনায় ‘মাটির নিচে চাপা পড়া অন্য লাশগুলো খুঁজে বের করতে সেখানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।’

ঘটনাস্থল থেকে এএফপি’র সংবাদদাতা জানান, রোববার সন্ধ্যার দিকে পুলিশ পিক-আপ ট্রাকে করে সাদা চাদর দিয়ে ঢেকে লাশগুলো নিয়ে যায়।

স্থানীয় শত শত লোক পাগলের মতো প্রিয়জনদের সন্ধান করায় জরুরি পরিষেবাগুলো ঘটনাস্থলে তাদের পথ তৈরি করার চেষ্টা করছিল। জরুরি কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালানোর সময় সেখানে অনেক মানুষকে ভিড় করতে দেখা যায়।
রাজধানীর পূর্ব উপকণ্ঠে শ্রমজীবী দামাস জেলায় এ দুর্যোগ ঘটে।

স্থানীয় বাসিন্দারা এএফপি’কে জানান, একটি পাড়াড়ের চূড়ায় বর্জ্যরে মাটিতে বড় তাঁবুর নিচে কয়েকটি পরিবার জড়ো হওয়ার কারণে সেখানের মাটি ধসে পড়ায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।