পেলের প্রতি নেইমারদের শ্রদ্ধা

পেলের প্রতি নেইমারদের শ্রদ্ধা

ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে দক্ষিণ কোরিয়েকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে ব্রাজিল। দোহার স্টেডিয়াম ৯৭৪-এ প্রথমার্ধে ৪ গোল করে এগিয়ে যায় ব্রাজিল, পরে দ্বিতীয়ার্ধে একটি গোল অবশ্য শোধ করে এশিয়ান জায়ান্টরা। কিন্তু তাতে বিশেষ কাজ হয়নি। নির্ধারিত ৯০ মিনিট শেষে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে সেলেসাওরা। 

ম্যাচের শেষ বাঁশির পর আনন্দও সেভাবে উদযাপন করেনি ব্রাজিল দল। সাইড বেঞ্চে থাকা নেইমার দৌড়ে যান মাঠে। পেলের ছবি দিয়ে ব্যানার নিয়ে দাঁড়িয়ে পড়েন সবাই। 

ব্রাজিলের তিনবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফুটবলার পেলে বেশ অসুস্থ। কিংবদন্তি অগ্রজের সুস্থতা কামনা করছেন নেইমাররা। ব্রাজিলের কোচ তিতে গত ২ সংবাদ সম্মেলনেই পেলের পাশে তাঁর দল রয়েছে বলে জানিয়েছেন। সেটারই বহিঃপ্রকাশ করেছে নেইমাররা। 

পেলের অবস্থা মাঝে খুব সংকটাপন্ন ছিল এমন খবর পাওয়া গিয়েছিল। পরে অবশ্য তাঁর পরিবার জানিয়েছে, হাসপাতালে থাকলেও জীবন সংকটাপন্ন অবস্থায় নেই এই কিংবদন্তি। পেলে অসুস্থ অবস্থায় টিভিতে ব্রাজিলের খেলা দেখার কথা।