ময়মনসিংহে বিপুল পরিমান অবৈধ মমতাজ বিড়ি জব্দ করেছে পুলিশ

ময়মনসিংহে বিপুল পরিমান অবৈধ মমতাজ বিড়ি জব্দ করেছে পুলিশ

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ মমতাজ বিড়ি জব্দ করেছে পুলিশ। বুধবার ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহের জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া বাজারে মামুন নামক একজন ব্যবসায়ীর গোডাউনে বিপুল পরিমান সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দেওয়া নকল ব্যান্ডরোল যুক্ত মমতাজ বিড়ি মজুদ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই গোডাউনে অভিযান ও তল্লাশি চালায়। এসময় নকল ব্যান্ডরোল যুক্ত পঞ্চান্ন হাজার (৫৫,০০০) শলাকা অবৈধ মমতাজ বিড়ি জব্দ করা হয়। জব্দকৃত অবৈধ বিড়ি জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযুক্ত ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করতে চাইলে বাজার কমিটির বিশেষ অনুরোধে এবং জীবনে এধরনের অপরাধমূলক কাজে জড়িত থাকবে না বলে স্বীকারউক্তি আদায় করে ছেড়ে দেওয়া হয়।

নকলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে এবং রাজস্ব ফাঁকি দিয়ে কেউ অবৈধভাবে বিড়ি বিক্রি ও বাজারজাত করলে তার বিরুদ্ধে আইননানুক ব্যবস্থা গ্রহন করা হবে জানান ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।