নাইটএঙ্গেল মোড়ে চেকপোস্টের সামনে বিক্ষোভ করছে বিএনপি নেতাকর্মীরা

নাইটএঙ্গেল মোড়ে চেকপোস্টের সামনে বিক্ষোভ করছে বিএনপি নেতাকর্মীরা

নাইটএঙ্গেল মোড়ে চেকপোস্টের সামনে বিক্ষোভ করছে বিএনপি নেতাকর্মীরা

কাকরাইলের নাইটএঙ্গেল মোড়ে বিক্ষোভ করছে বিএনপির নেতাকর্মীকে। এর আগে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এখান থেকে ফেরত পাঠায় পুলিশ।নয়া পল্টনের দুই রাস্তায় নাইটএঙ্গেল ও ফকিরাপুল মোড়ে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। এ দুটি রাস্তা চলাচলের জন্য জনসাধারণের জন্য নিষেধ করা হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় অফিসের আশপাশে দোকান মার্কেট ব্যাংক এখনো বন্ধ দেখা যাচ্ছে। শুধুমাত্র পরিচয়পত্র প্রদর্শনে পরীক্ষার্থী ও ব্যাংক কর্মকর্তাদের চলাচলের শিথিল করা হয়েছে।কেন্দ্রীয় কার্যালয়ের আশেপাশে অসংখ্য পুলিশ সদস্য মোতায়েন আছে।

গতাকল রাজধানীর নয়া পল্টনে জড়ো হওয়া বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে রায়টকার দিয়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।অন্যদিকে স্লোগান দিয়ে পাল্টা ইটপাটকেল ছুঁড়তে থাকে বিএনপির নেতাকর্মীরা। একপর্যায়ে ফকিরাপুল মোড় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশের ছোঁড়া অসংখ্য টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে দলীয় কার্যালয় ও এর আশপাশ এলাকা। গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন একজন।