যে কারণে বাইডেনকে ধন্যবাদ দিলেন জেলেনস্কি

যে কারণে বাইডেনকে ধন্যবাদ দিলেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

প্রত্যাশার চেয়ে বেশি সাহায্য করায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার প্রশাসনকে ধন্যবাদ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

ইউক্রেনীয় নেতা বলেছেন, ‘ইইক্রেনকে প্রত্যাশার চেয়েও বেশি সামরিক ও অর্থনৈতিক সহায়তা করায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ।’ 

জেলেনস্কির মতে যুক্তরাষ্ট্র কেবল যুদ্ধক্ষেত্রে সফল হতে সহায়তা করেনি, ইউক্রেনকে অর্থনৈতিকভাবে স্থিতিশীল থাকতেও সহায়তা করেছে।

ইউক্রেনের বিদ্যুৎখাত পুনঃরায় চালু করতে সাহায্য করার জন্যও যুক্তরাষ্ট্রের সহায়তার প্রশংসা করেন জেলেনস্কি।

ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সেনা অভিযান চালিয়ে আসছে রাশিয়া। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা এই যুদ্ধে রাশিয়ার বিপক্ষে অবস্থান নিয়ে ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তা করে আসছে।

সূত্র: রয়টার্স