বিজয় দিবসে বিনামূল্যে চিকিৎসা দিবে আদ-দ্বীন হাসপাতাল

বিজয় দিবসে বিনামূল্যে চিকিৎসা দিবে আদ-দ্বীন হাসপাতাল

ছবি- নিউজজোন বিডি

মহান বিজয় দিবসে উপলক্ষে বিনামূল্যে হার্টের রোগীদের চিকিৎসা সেবা দিবে রাজধনীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল।

আদ-দ্বীন ফাউন্ডেশনের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ বিভাগ সূত্রে জানা যায়, মহান বিজয় দিবস উপলক্ষে ১৫ ডিসেম্বর ২০২২ থেকে ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে হার্টের রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে।শুক্রবার ব্যতিত প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত রোগী দেখবেন প্রখ্যাত হার্ট বিশেষাজ্ঞ ও আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা.মোঃ সেলিম মাহমুদ এবং ডা.মোহাম্মদ আতিকুর রহমান।

আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানান, স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে মহান বিজয় দিবসে আমরা বিনামূল্যে চিকিৎসা সেবার ব্যবস্থা করেছি।হার্টের রোগীরা আদ-দ্বীন হাসপাতালে এসে বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে পারবেন।

উল্লেখ্য, আদ-দ্বীন ফাউন্ডেশন পরিচালিত হাসপাতালসমূহ বছরের অধিকাংশ সময় দরিদ্র রোগীদের জন্য বিনামূল্যে বিভিন্ন ধরনের চিকিৎসা সেবার ব্যবস্থা করে থাকেন।