নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষ, একজন নিহত

নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষ, একজন নিহত

প্রতীকী ছবি

নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চল বাঁশগাড়ি ইউনিয়নে আধিপত্ব্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে ১ জন নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় বাঁশগাড়ি টু মির্জাচরের রাস্তার পাশে এ ঘটনা ঘটে।

 নিহত যুবকের নাম- হায়দু ওরফে সবুজ (২৩) । সবুজ বাঁশগাড়ি ইউনিয়নের চান্দেরকান্দি গ্রামের হানিফ মিয়ার ছেলে। সে বাঁশগাড়িতে গাড়ির স্ট্যান্ডে কাজ করতো।

পুলিশ জানিয়েছেন, এলাকার আধিপত্ব বিস্তার নিয়ে রায়পুরার বাঁশগাড়ির ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন রাতুল ও সাবেক চেয়ারম্যান আশরাফুল হকের সাথে দন্ধ চলে আসছিল। এর জের ধরে উভয়পক্ষে কয়েক দফায় সংঘর্ষ হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। এরই জেরে আজ বিকেলে দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পরে। এতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে গুলি বিদ্ধ হয়ে সবুজ। পরে তাকে হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। 

বাঁশগাড়ির বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন রাতুল অভিযোগ করে বলেন, বাঁশগাড়ির সাবেক চেয়ারম্যান আশরাফুল হকের সমর্থকেরা আমাদের উপর অর্তকিত হামলা চালায়। হামলায় আমরা এদিক সেদিক ছুঁটে যায়। পরে আমার সমর্থিত হায়দু ওরফে সবুজ বাঁশগাড়ি টু মির্জাচর সংলগ্ন রাস্তার পাশে আশরাফুলের সমর্থক তাকে গুলি করে হত্যা করে। 

নরসিংদী গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক নাইমুল ইসলাম মোস্তাক বলেন, চরাঞ্চলে সংঘর্ষে ১ জন নিহতের লাশ হাসপাতালে আনা হয়েছে। পুলিশের পক্ষ থেকে আইনি ব্যাবস্থা নেওয়া হচ্ছে।