যুক্তরাষ্ট্রে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

প্রতীকী ছবি

শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলো যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উত্তর উপকূলে। আজ মঙ্গলবার ভোরে ৬.৪ মাত্রার এক ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ এ কথা জানায়। খবর এএফপি’র।

ভূমিকম্পটি ইউরেকা বন্দর নগরী থেকে ২৫ মাইল (৪০ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে আঘাত হানে তবে সুনামির সতর্কতা জারি করা হয়নি। এছাড়া তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ফার্নাডেল শহরের বাইরে ইল নদীর ফার্নাডেল ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া হাম বোল্ড কান্ট্রির বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অফিস, বাড়ি সহ প্রায় ৬০ হাজার গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে অভিযোগ।

উল্লেখ্য, ১৯৯৪ সালে লস অ্যাঞ্জেলসের উত্তর-পশ্চিম নর্থব্রিজে এরকম জোরাল ভূমিকম্প হয়েছিল। রিখটার স্কেলে ওই ভূকম্পনের তীব্রতা ছিল ৬.৭। ওই ভূমিকম্পে কমপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছিল এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।