আওয়ামী লীগের নতুন কমিটিকে বিড়ি শ্রমিক ফেডারেশনের অভিনন্দন

আওয়ামী লীগের নতুন কমিটিকে বিড়ি শ্রমিক ফেডারেশনের অভিনন্দন

সংগৃহীত

টানা দশমবার আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। একই সাথে টানা তৃতীয়বার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকেও অভিনন্দন জানিয়েছেন সংগঠনটি। রবিবার বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি এম. কে. বাঙ্গালী ও সাধারন সম্পাদক আব্দুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ অভিনন্দন জানিয়েছেন।

অভিনন্দন বার্তায় তারা উল্লেখ করেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগ আরো সুসংহত হবে। শ্রমিক ও মেহনতী মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আওয়ামী লীগের অবদান অপরিসীম। নতুন কমিটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লালিত স্বপ্ন ক্ষুধা-দারিদ্রমুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালনে সক্ষম হবেন।

অভিনন্দন বার্তায় আওয়ামী লীগের নব-নির্বাচিত কমিটির প্রত্যেককে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন।