রংপুরে উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে : সিইসি

রংপুরে উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে : সিইসি

রংপুরে উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে : সিইসি

রংপুর সিটি কর্পোরেশনে উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে এ নির্বাচন শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।মঙ্গলবার ঢাকা থেকে সিসিটিভিতে রংপুর সিটি করপোরেশনের ভোট দেখে এই মন্তব্য করেন তিনি।

সিইসি বলেন, ‘উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। ভোটারদের উপস্থিতি আমাদের মতে সন্তোষজনক। সিসিটিভির মাধ্যমে মনিটরিং করছি। ট্যাবের মাধ্যমে কক্ষে কক্ষে মনিটরিং করছি। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে যতটা সুন্দরভাবে নির্বাচনটা পর্যবেক্ষণ করা সম্ভব, করছি।’

ভোটের অর্ধেক বেলা পার হলেও ‘কোনো অভিযোগ পাননি’ বলেও জানান তিনি।সকাল সাড়ে ৮টায় রংপুর সিটির ২২৯টি কেন্দ্রর ১৩৪৯টি ভোটকক্ষে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বসে নিয়ন্ত্রণ কক্ষ থেকে সিসি ক্যামেরার মাধ্যমে ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন সিইসি হাবিবুল আউয়াল এবং অন্য নির্বাচন কমিশনাররা।