ফিলিপাইনে বন্যায় ১৩ জনের প্রাণহানি, নিখোঁজ ২৩

ফিলিপাইনে বন্যায় ১৩ জনের প্রাণহানি, নিখোঁজ ২৩

সংগৃহীত

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে তুমুল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ১৩ জনের প্রাণহানি ঘটেছে। সোমবার থেকে বন্যার পানি নামতে শুরু করেছে। তবে এখনো নিখোঁজ ২৩ জনের সন্ধান পাওয়া যায়নি। তাদের খুঁজে পেতে অভিযান অব্যাহত রয়েছেছে।

সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, বড়দিনের আয়োজনকে ম্লান করে দেওয়া দুইদিনের তুমুল বর্ষণে সৃষ্ট বন্যার পানিতে ডুবেই বেশিরভাগের মৃত্যু হয়েছে।

দেশটির দুর্যোগ বিষয়ক সংস্থার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বৃষ্টি-বন্যা ৪৫ হাজারেরও বেশি মানুষকে আশ্রয়কেন্দ্রে যেতেও বাধ্য করেছে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে উপকূলরক্ষী, পুলিশ ও দমকল কর্মীদেরকে কোমর সমান পানিতে হাঁটতে ও ভূমিধস কবলিত এলাকার বাসিন্দাদেরকে সরিয়ে আনতে দেখা গেছে।

উদ্ধার অভিযান চলছে এবং ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ হিসেব করা হচ্ছে। স্থানীয় ডিজেডবিবি রেডিও স্টেশনকে এমনটাই বলেছেন মিসামিস অক্সিডেন্টাল প্রদেশের ক্লারিন শহরের দুর্যোগ সংস্থার প্রধান কারমেলিতো হেরায়।

তিনি আরো বলেছেন, সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে গবাদি পশুর। বিপুল সংখ্যক গরু, ছাগল, শুকর, মুরগি 'হারিয়ে' গেছে।
সূত্র: আলজাজিরা।