শীতের রাতে হঠাৎ বৃষ্টি ও মেঘের গর্জন, কৃষি ক্ষেতে উপকার

শীতের রাতে হঠাৎ বৃষ্টি ও মেঘের গর্জন, কৃষি ক্ষেতে উপকার

শীতের রাতে হঠাৎ বৃষ্টি ও মেঘের গর্জন, কৃষি ক্ষেতে উপকার

পাবনায় সোমবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে এবং মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ভোর রাত ৪টার দিকে দু’দফা কোন কোন জায়গায় ভারি বৃষ্টিপাত ও কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির সঙ্গে ছিল   মেঘের গর্জনও। অতি প্রত্যুষ থেকে সকাল ১১টা পর্যন্ত প্রচন্ড ঘন কুয়াশায় আবৃত ছিল।

শীতের রাতে হঠাৎ বৃষ্টির অম্লমধুর অভিজ্ঞতায় পড়ে  জেলাবাসী। কুয়াশা ঘেরা কনকনে ঠান্ডায় নিম্ন আয়ের মানুষদের কাছে যেন রাতের দানব হয়েই হানা দিয়েছিল বৃষ্টি।

পাবনা সদও উপজেলার নারায়নপুর গ্রামের আদর্শ কৃষক মোঃ জহুরুল ইসলাম বলেন, আমার আড়াই বিঘা গম আছে। এই বৃষ্টির ফলে খুবই উপকার হয়েছে। মাঠের পর মাঠ গমের যে উপকার হয়েছে তাতে অতিরিক্ত সেচের আর প্রয়োজন নেই বলে এলাকার কৃষকরা জানান।

পাবনা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ সাইফুল ইসলাম আকষ্মিক বৃষ্টির ব্যাপারে বলেন,‘ এ বৃষ্টি কৃষি ক্ষেতের জন্য খুবই আশির্বাদ। বিশেষ করে গমের জন্য খুবই উপকার বয়ে এনেছে এ বৃষ্টি। এছাড়া শীতকালীন প্রতিটি ফসলের জন্য খুব উপকার হয়েছে।