মেক্সিকোতে বাস উল্টে নিহত ১৫

মেক্সিকোতে বাস উল্টে নিহত ১৫

সংগৃহীত

মেক্সিকোতে বাস উল্টে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত আরও ৪৭ জন।দেশটির প্রশান্ত মহাসাগর উপকূলবর্তী রাজ্য নায়ারিতে শুক্রবার (৩০ ডিসেম্বর) এ দুর্ঘটনা ঘটে।

শনিবার (৩১ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রভিত্তিক সম্প্রচারমাধ্যম এবিসি নিউজ জানায়, নিহতরা সবাই নায়ারিত রাজ্যের লিও শহরের বাসিন্দা। তারা বাস ভাড়া করে দলবেঁধে সমুদ্র উপকূলে ছুটি কাটাতে গিয়েছিলেন। কিন্তু ফেরার পথে বাস উল্টে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চার শিশুও রয়েছে।

এদিকে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, মেক্সিকোয় ছুটির মৌসুমে বাস ভাড়া করে দলবল নিয়ে সমুদ্র তীরে সময় কাটানো খুবই সাধারণ বিষয়।