৫ ঘন্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

৫ ঘন্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ফাইল ছবি

ঘন কুয়াশায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার সকাল ১০ টার দিকে নদীপথে কুয়াশার ঘনত্ব কমলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এর আগে সোমবার ভোর ৫টা থেকে নদীপথে কুয়াশার ঘনত্ব বাড়লে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় ঘাট কর্তৃপক্ষ।

সোমবার সকালে ফেরিঘাট এলাকায় গিয়ে দেখা যায়, পদ্মা সেতু দিয়ে যেসব যাত্রীবাসের রুট পারমিট দেওয়া হয়নি, সেসব বাস ফেরিপারের জন্য দৌলতদিয়া ঘাটে অপেক্ষা করছে।

দৌলতদিয়া নৌ পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল কবির বলেন, কুয়াশায় ফেরি চলাচল বন্ধের সময় অর্ধশত যানবাহন আটকা পড়ে। এছাড়া নৌপথে কয়েকশ যাত্রী ফেরিপারের অপেক্ষায় ছিল। বর্তমানে লঞ্চ ও ফেরি চলাচল শুরু হওয়ায় তারা নৌরুট পাড়ি দিচ্ছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া প্রান্তের ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দীন বলেন, কুয়াশার ঘনত্ব বাড়ার কারণে ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে এই রুটে ১১টি ফেরি চলচল করছে।