বরিশালে ১৩২ শিক্ষার্থীর ভর্তি বাতিল

বরিশালে ১৩২ শিক্ষার্থীর ভর্তি বাতিল

ফাইল ছবি

বরিশালে তথ্যের গড়মিল থাকায় তৃতীয় শ্রেণির ১৩২ শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে।মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেল ৩টায় বিষয়টি নিশ্চিত করেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিইটি) মনদীপ ঘরাই।

তিনি জানান, তৃতীয় শ্রেণিতে একাধিক জন্মনিবন্ধন ব্যবহার করায় প্রথম পর্যায়ে ১৩২ শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়। একাধিক নামে জন্মনিবন্ধন তৈরি করে ভর্তির তথ্যে গড়মিল করেছে তারা।

অতিরিক্ত জেলা প্রশাসক আরো জানান, বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৫১ জন, সরকারি জেলা স্কুল থেকে ৫২ জন, সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে চারজন, সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত মাধ্যমিক বিদ্যালয়ের চারজন ও সরকারি শহীদ আরজু মনি মাধ্যমিক বিদ্যালয়ে চারজনসহ মোট ১৩২ জনের ভর্তি বাতিল করা হয়। এখন বাতিল প্রক্রিয়া চলছে।

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবা হোসেন বলেন, তথ্য পরিবর্তন করে একাধিক আবেদন করায় ডিজিটাল লটারিতে ওই ভর্তিগুলো বাতিল করা হয়েছে।