সেবায় অবদানের জন্য পদক পেলেন ৪০ কোস্টগার্ড কর্মকর্তা

সেবায় অবদানের জন্য  পদক পেলেন ৪০ কোস্টগার্ড কর্মকর্তা

ছবি:সংগৃহীত

বাংলাদেশ কোস্ট গার্ডের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। কোস্ট গার্ডের উন্নয়ন, সাহসী অপারেশন ও সেবামূলক কাজে গুরুত্বপূর্ণ অবদানের জন্য পদক পেয়েছেন ৪০ কোস্টগার্ড কর্মকর্তা ও সদস্য। বাংলাদেশ কোস্ট গার্ড পদক, প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক, বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক ও প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) নামে ৪ ক্যাটাগরিতে এই পদক দেয়া হয়।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওস্থ সদর দফতরে সমুদ্র ও নৌ সীমার নিরাপত্তায় নিয়োজিত বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর রজতজয়ন্তীতে (২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী) প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ পদক প্রদান করেন।

একই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন, নৌবাহিনী প্রধান, বিজিবি প্রধান, পুলিশ মহাপরিদর্শক, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন মহাপরিচালকসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ।