পিএসজিতে ফিরে যা বললেন মেসি

পিএসজিতে ফিরে যা বললেন মেসি

মেসি

বিশ্বকাপ জেতার পর থেকে ছুটিতে ছিলেন মেসি। মঙ্গলবার ফেরেন প্যারিসে। পরদিন যোগ দেন প্যারিসের অনুশীলনে। ক্লাবে তার ফেরাটাও ছিল আনন্দঘন। সতীর্থ, কোচিং স্টাফ, ট্রেনিং সেন্টারের কর্মকর্তা-কর্মচারীরা এই ফরোয়ার্ডকে বরণ করে নেন ‘গার্ড অব অনার’ দিয়ে। উপহার হিসেবে দেওয়া হয় নানা স্মারক।

এরপর পিএসজি টিভির সঙ্গে আলাপচারিতায় মেসি তাকে এভাবে স্বাগত জানানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “সব কর্মী, আমার সতীর্থ এবং কর্মীদের কাছ থেকে যে অভ্যর্থনা পেয়েছি তার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমি খুশি এবং আসন্ন চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে আমি প্রস্তুতি নেব।”

মেসি আরও বলেন, “আমি শারীরিকভাবে নিজেকে প্রস্তুত করব। ভালোভাবে অনুশীলন করব এবং অনুশীলনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করব। যেন যখন স্টাফরা মনে করবেন, আমি খেলতে পারি সেই সময় প্রস্তুত থাকতে পারি।”

এর আগে পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ে বলেছিলেন, অনুশীলনে ফেরার পর খেলার জন্য প্রস্তুত হতে মেসির দিন দশেক সময় লাগতে পারে।

আর্জেন্টাইন মহাতারকাকে ছাড়া পিএসজির ২০২৩ সালের শুরুটা ভালো হয়নি মোটেও। নতুন বছরে নিজেদের প্রথম ম্যাচে লিগ ওয়ানে লঁসের কাছে ৩-১ গোলে হেরেছে দলটি।