৯ ডিগ্রিতে তেঁতুলিয়ার তাপমাত্রা, বৃষ্টির মতো পড়ছে কুয়াশা

৯ ডিগ্রিতে তেঁতুলিয়ার তাপমাত্রা, বৃষ্টির মতো পড়ছে কুয়াশা

ফাইল ছবি

উত্তরাঞ্চলে বইছে শৈত্যপ্রবাহ। জবুথবু হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষেরা। রাতে হিম বাতাশের সাথে বৃষ্টির মতো পড়ছে কুয়াশা।

শুক্রবার সকাল ৯টায় এ অঞ্চলের তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অফিস বলছে, গত কয়েক দিন ধরে ৮ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসে এ অঞ্চলের তাপমাত্রা ওঠানাম করছে। হিমালয়ের শীতল বাতাসে এলাকার মানুষ জন শীতে কাবু হয়ে পড়েছে। সারা দিনের রোদের তাপমাত্রায় কোনো প্রকার তেজক্রিয়া নেই। তাপমাত্র কমে যাচ্ছে।

শৈত্য প্রবাহে সবচেয়ে বিপাকে পড়েছেন শ্রমজীবী ও খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। তারা শীত বস্ত্রের অভাবে মানবেতর জীবনযাপন করছেন। সকালে তীব্র শীত অনুভূত হওয়ায় তেমন কাউকে একান্ত প্রয়োজন ছাড়া বাইরে বের হতে দেখা যায়নি।

অসহায় গরীব পরিবারের কেউ কেউ দু’বেলা খাবার ও কিস্তির তাগাদায় তীব্র শীতকে উপেক্ষা করেই কাজে যাচ্ছেন। অনেকে পুরাতন কাঁথা, চট গায়ে দিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।