টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা-ফাইল ছবি

দুই দিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকাল সোয়া ৮টায় গণভবন থেকে সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশ্য রওনা দেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতু হয়ে সকাল ১০টা ৫৫ মিনিটে তিনি টুঙ্গিপাড়া পৌঁছান। 

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। 

এরপর দুপুর ২টায় টুঙ্গিপাড়া থেকে সড়ক পথে প্রধানমন্ত্রীর খুলনার উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার কথা রয়েছে। 

শুক্রবার টুঙ্গিপাড়ার নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন শেখ হাসিনা।

সফরের দ্বিতীয় দিনে শনিবার (৭ জানুয়ারি) দুপুর ১২টায় বঙ্গবন্ধুর মাজার প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে দলের শীর্ষ নেতাদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন দলটির সভাপতি শেখ হাসিনা। সেখানে তিনি ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশগ্রহণ করবেন।

এদিন দুপুর সাড়ে ১২টায় গোপালগঞ্জ জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী।

দুপুর ১টায় টুঙ্গিপাড়ায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত সভায় যোগদান করবেন।

এরপর সেখানে দুপুর ২টায় বাংলাদেশ আওয়ামী লীগের নবনির্বাচিত জাতীয় পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথ সভায় অংশ নেবেন শেখ হাসিনা।

সন্ধ্যায় সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে ঢাকায় গণভবনে ফিরে আসবেন প্রধানমন্ত্রী।