পাঁচ ‘স্পিনার’ নিয়ে ভারত সফরে অস্ট্রেলিয়া

পাঁচ ‘স্পিনার’ নিয়ে ভারত সফরে অস্ট্রেলিয়া

ফাইল ছবি

ভারতের বিরুদ্ধে সিরিজে কোনো ফাঁক রাখতে চায় না অস্ট্রেলিয়া। তাই তো বিরাট কোহলি, রোহিত শর্মাদের হুঁশিয়ারি দিয়ে অজি অধিনায়ক প্যাট কামিন্স জানিয়ে দিয়েছেন, একজন-দু’জন নয়, পাঁচ ‘স্পিনার’ নিয়ে ভারতের বিরুদ্ধে খেলতে নামবে অস্ট্রেলিয়া।

রবিবার ম্যাচ শেষে কামিন্স বলেছেন, আমাদের দলে সব রকম বিকল্প থাকবে। বড় সিরিজ খেলতে নামছি। তাই হাতের সামনে সব বিকল্প খোলা রাখতে চাই। দু’জন নিয়মিত স্পিনার ছাড়াও তিন জন পার্ট-টাইম স্পিনারে ভরসা রাখছে অস্ট্রেলিয়া।

অ্যাশটন আগার ছাড়াও অস্ট্রেলিয়ার হাতে অন্য বিকল্প রয়েছে। স্পিন বিভাগে নেতৃত্ব দেবেন নেথান লায়ন। এ ছাড়াও রয়েছেন ট্রেভিস হেড। কামিন্স বলেছেন, লায়নের থেকে ট্রেভ একটু অন্য ধরনের স্পিন বোলার। ভারতীয় পিচে সাহায্য পেতে পারে। যেভাবে ও বল করেছে তাতে আমি খুশি। ভারতে ও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। 

শুধু তাই নয়, কামিন্স ভরসা রাখছেন মার্নাস লাবুশানে এবং স্টিভ স্মিথের মতো পার্ট-টাইম স্পিনারের ওপরেও। বলেছেন, ভারতের পিচের কথা মাথায় রেখে দু’জন স্পিনার নিতেই পারে। এ ছাড়া ট্রেভিস, মার্নাস, স্মিথ বল করতে পারে। সাধারণত দুই স্পিনার নিলে পাঁচ দিন পর্যন্ত খেলা গড়ায় না। আমাদের কাছে আরও বিকল্প রয়েছে।