নাটোরে কলা বাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নাটোরে কলা বাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

নাটোরে একটি কলা বাগানে কলার পাতা দিয়ে ঢেকে রাখা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার ছাতনী ইউনিয়নের আলী আকবর মোড়ের কলা বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম উদ্দিন ও স্থানীয়রা জানান, সন্ধ্যা ৭টার দিকে ছাতনী ইউনিয়নের আলী আকবর মোড়ের বাবর আলীর বাড়ীর পশ্চিম পাশে একটি কলা বাগানের মধ্যে কলা পাতা দিয়ে ঢেকে রাখা এক ব্যক্তিকে দেখতে পান বাবর আলীর ছোট ভাই। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। মরদেহটির পরিচয় শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ শুরু করেছেন। এছাড়া আশপাশের থানাতে নিহতের ছবি ও বার্তা পাঠানো হয়েছে। 

ওসি আরও জানান, মরদেহের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে পুলিশের ধারণা অন্য কোনো স্থানে তাকে হত্যার পর মরদেহটি এখানে ফেলে রাখা হয়েছে।