শুক্রবার শহীদ আসাদ দিবস

শুক্রবার শহীদ আসাদ দিবস

শুক্রবার শহীদ আসাদ দিবস

১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদের মহান আত্মত্যাগের স্মরণে শুক্রবার দেশে পালিত হবে শহীদ আসাদ দিবস।জাতি তার শাহাদতের ৫৪তম বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গভীর কৃতজ্ঞতার সঙ্গে আসাদের সর্বোচ্চ আত্মত্যাগকে স্মরণ করতে প্রস্তুত।

১৯৬৯ সালের এই দিনে তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণের ওপর তাদের দমন-পীড়নের প্রতিবাদে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত হন আসাদুজ্জামান আসাদ।

সেই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাসের স্নাতক আসাদ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদকও ছিলেন।তৎকালীন রাষ্ট্রপতি আইয়ুব খান এই ঘটনার ইন্ধনে গণবিদ্রোহের মধ্যে পদত্যাগ করতে বাধ্য হন।

দিবসটি উপলক্ষে শহীদ আসাদ পরিষদসহ বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।এদিকে আসাদুজ্জামান আসাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।তারা আসাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

সূত্র : ইউএনবি