বিকল্প কর্মসংস্থানের জন্য কুমারখালীতে ৩৮ ভিক্ষুক পেলেন দুই লক্ষ ২৫ হাজার টাকা

বিকল্প কর্মসংস্থানের জন্য কুমারখালীতে ৩৮ ভিক্ষুক পেলেন দুই লক্ষ ২৫ হাজার টাকা

বিকল্প কর্মসংস্থানের জন্য কুমারখালীতে ৩৮ ভিক্ষুক পেলেন দুই লক্ষ ২৫ হাজার টাকা

কুষ্টিয়ার কুমারখালীতে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মস্থানের জন্য ৩৮ জনকে ভিক্ষুকের মাঝে তিন লক্ষ ২৫ হাজার নগদ টাকা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় আয়োজনে শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ে ভিক্ষুকদের মাঝে নগদ টাকা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-০৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, উপজেলায় তালিকা ভুক্ত ৩৬৭ জন ভিক্ষুক রয়েছেন। তাদের মধ্যে ৩৮ জনকে পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য প্রত্যেককে আট হাজার ৫৫০ টাকা করে প্রদান করা হয়েছে। বরাদ্দ পেলে পর্যায়ক্রমে সবাইকে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।