সিনিয়র মন্ত্রীকে বরখাস্ত করলেন নেতানিয়াহু

সিনিয়র মন্ত্রীকে বরখাস্ত করলেন নেতানিয়াহু

সিনিয়র মন্ত্রীকে বরখাস্ত করলেন নেতানিয়াহু

ইসরাইলি সুপ্রিম কোর্টের নির্দেশনার পর দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার মন্ত্রিসভার এক সিনিয়র সদস্যকে বরখাস্ত করেছেন। আদালতের ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব আরো জোরদার হওয়ার প্রেক্ষাপটে এ ঘটনা ঘটল।

নেতানিয়াহু রোববার ইসরাইলি মন্ত্রিসভার এক সভায় স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আরিয়েহ দেরিকে বরখাস্ত করার কথা ঘোষণা করেন।

ইসরাইলি সুপ্রিম কোর্ট গত সপ্তাহে রায় দেয় যে গত বছর কর ফাঁকি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় দেরি মন্ত্রিসভার সদস্য হতে পারেন না।

প্রধানমন্ত্রীর দফতর থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, নেতানিয়াহু তার সিনিয়র মন্ত্রী দেরিকে বলেন, 'ভগ্ন হৃদয়, গভীর দুঃখ এবং চরম কষ্টে বলছি যে আমি সরকারের মন্ত্রী হিসেবে আপনার অবস্থান থেকে আপনাকে সরিয়ে দিতে বাধ্য হয়েছি।'

আল্ট্রা-অর্থোডক্স ইহুদ দল শাসের নেতা দেরিকে গত মাসে মন্ত্রী করা হয়েছিল।

সুপ্রিম কোর্ট বুধবার তার রায়ে জানায়, প্রধানমন্ত্রীকে অবশ্যই 'দেরিকে তার অবস্থান থেকে সরাতে হবে।'

দেরির এক সহকারী বারাক সেরি রোববার সকালে আর্মি রেডিওকে বলেন, দলটি জোট সরকারে থাকবে। এ কারণে দলের অন্য কেউ মন্ত্রিত্ব পাবে।

আল জাজিরার ইমরান খান পশ্চিম জেরুসালেম থেকে জানান, দেরিকে বিদায় করাটা নেতানিয়াহুর জন্য বড় ধরনের একটি আঘাত।
উল্লেখ্য, আদালতের ক্ষমতা খর্ব করার চেষ্টা করছেন নেতানিয়াহু।

সূত্র : আল জাজিরা