ধর্ষণের পর শিশুকে হত্যার দায়ে একজনের ফাঁসি

ধর্ষণের পর শিশুকে হত্যার দায়ে একজনের ফাঁসি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ধর্ষণের পর শ্বাসরোধে শিশু হত্যার ঘটনায় একজনের বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদাত এ রায় ঘোষণা করেন। একইসাথে এই মামলায় দুইজনকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেন- মো. নাজিম উদ্দিন। সেই সাথে খালাসপ্রাপ্ত হলেন- মো. ইলিয়াছ মিয়া ও শাহ আলমর আলী। তাদের মধ্যে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত মো. নাজিম উদ্দিন পলাতক ছিল এবং বাকীরা সকলেই আদালতে উপস্থিত ছিল।

এ বিষয়ে নারায়ণগঞ্জহ আদালতের পিপি রকিবউদ্দিন আহমেদ রাকিব জানান, ২১ জন সাক্ষীর ভিত্তিতে একজনের বিরুদ্ধে ফাঁসির আদেশ এবং দুইজনকে খালাস প্রদান করেছেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, ২০০৬ সালের ১৩ জানুয়ারি সকালে রূপগঞ্জের বিরাব বাজার এলাকার ভিকটিম ১০ বছরের শিশু তার পরনের তৈরিকৃত জামা আনার জন্য টেইলার্সের দোকানে যাওয়ার পথে নিখোঁজ হন। পরে ওই বছরের ১৪ জানুয়ারি বিকালে রিবাব এলাকার বাঁশঝাড় থেকে উদ্ধার করা হয়। এই ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে কোর্টের ওসি আসাদুজ্জামান বলেন, দুইজন আসামির উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেছেন।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন