ফেনসিডিল রাখার অভিযোগে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

ফেনসিডিল রাখার অভিযোগে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

ফাইল ছবি

মেহরপুরে ফেনসিডিল রাখার অভিযোগে দুই ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দেন আদালত।

 সাজাপ্রাপ্তরা হলেন- মেহেরপুর সদর উপজেলা বামনপাড়ার মো. মতি মল্লিকের ছেলে মো. মামুন মল্লিক ও একই উপজেলার টেংরামারি গ্রামের মৃত ইজাল ভিস্তির ছেলে মো. রবিউল  ।  

রবিবার (২৯ জানুয়ারি) দুপুরে মেহেরপুর দায়রা জজ আদালতের বিচারক মো. শহিদুল্লাহ এই রায় দেন।

মামলার বিবরনে জানা গেছে, ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর মেহেরপুর ডিবি পুলিশের এসআই মোস্তফা শওকত জামানের নেতৃত্বে  মুজিবনগর উপজেলার সাহেবপুর বাজার এলাকা থেকে সবজি বোঝাই একটি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে ৮০০ বোতল ফেন্সিডিলসহ আসামিদের আটক করা হয়।

মামলায় ১৭ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করে। ১৯৯০ সালের মাদকদ্রব্য নিধন আইনবিধি (১৯)১ ধারায় তারা দোষী প্রমাণিত হয়। মামলায় আসামি পক্ষের কৌশুলি ছিলেন অ্যাড একরামুল হিরা। সরকরি পক্ষের কৌশুলি ছিলেন অ্যাড পল্লব ভট্টাচার্য।