আগুনে পুড়ে ছাই বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠান

আগুনে পুড়ে ছাই বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠান

সংগৃহীত

পাবনার চাটমোহরে আগুনে বসতঘরসহ ৫ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার ভোরে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের দাঁথিয়া কয়রাবাড়ি বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। 

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, উপজেলার দাঁথিয়া কয়রাবাড়ি বাজারে শরীফ মার্কেটে মুদি, সার-কীটনাশক, মুরগির খাদ্যসহ ৫টি দোকানে আগুন লেগে ছাই হয়ে গেছে। প্রতিদিনের মত রাতে দোকান বন্ধ করে বাড়িতে যান ওইসব দোকানের ব্যবসায়ীরা। ভোরে নৈশপ্রহরীর মাধ্যমে দোকানগুলোতে আগুন লাগার খবরে ছুটে আসেন তারা। তত ক্ষণে দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

তারা দাবি করেন, প্রতিবেশী সালাম নামে এক ব্যক্তির বাড়ির চুলার আগুন থেকেই এই অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে। 

চাটমোহর ফায়ার সার্ভিসের ষ্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, আগুনের ভয়বহতা ছিল অনেক। তাৎক্ষণিক অগ্নিকান্ডের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি। তবে ক্ষতিগ্রস্থরা বলেছেন, চুলার আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূচনা হয়েছে।