নিখোঁজের একদিন পর তরুণীর লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর তরুণীর লাশ উদ্ধার

প্রতীকী ছবি

কুড়িগ্রামের রৌমারীতে নিখোঁজের একদিন পর রেখা খাতুন (২২) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরের দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের পাড়ে ফলুয়ারচর এলাকায় একটি গম ক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, ওই তরুণীকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে রৌমারী থানায় একটি এজাহার দায়ের করেন। নিহত রেখা খাতুন উপজেলার সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের আবুল হাশেমের মেয়ে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, শনিবার রাত ১২টার দিকে মা হাফিজার কাছ থেকে ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে নিখোঁজ হয় রেখা খাতুন। পরে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে সোমবার দুপুরের দিকে ব্রহ্মপুত্র নদের চরে একটি গম ক্ষেতে গলায় ওড়না পেঁচানো এক তরুণীর লাশ দেখেন স্থানীয়রা।

পরে খবর পেয়ে নিহতের ছোট ভাই ওমর ফারুক ঘটনাস্থলে গিয়ে তার বোনকে শনাক্ত করেন। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। নিহতের পরিবারের দাবি, রেখা খাতুনকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। 

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপ কুমার সরকার।